অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ।
না ভজিলুঁ হেন প্রভুর চরণারবিন্দ।।
হায় রে না জানি মুঞি কেমন অসুর।
পাইয়া না ভজিলুঁ হেন দয়ার ঠাকুর।।
হায় রে অভাগার প্রাণ কি সুখে আছহ।
নিতাই বলিয়া কেনে মরিয়া না যাহ।।
নিতাইর করুণা শুনি পাষাণ মিলায়।
হায় রে দারুণ হিয়া না দরবে তায়।।
নিতাই চৈতন্য অপরাধ নাহি মানে।
যারে তারে নিজ প্রেমভক্তি করে দানে।।
তাঁর নাম লইতে না গলয়ে মোর হিয়া।
কৃষ্ণদাস কহে মুঞি বড় অভাগিয়া।।