অদ্বৈতের প্রেম দেখি দেব নর পশু পাখী
সবে বলে আইল ঈশ্বর।
অঙ্গ অনঙ্গ জিনি সোনার বরণ খানি
দেখি যেন গৌরাঙ্গ সুন্দর।।
ললাটে তিলক সাজে পারিষদ হরি (গাজে)
(গায়ে) উড়ে পাণ্ডুর বরণ।
রাধার স্বভাব ধরে প্রেমধারা বহে উরে
প্রেমভরে না যায় ধরণ।।
আচণ্ডালে দিলা প্রেম জাম্বুনদ যেন হেম
হেন প্রেম দিল দুরাচারে।
মুঞিত অধম ছার না হইল উদ্ধার
নরোত্তম বড়ই পামরে।।