অদ্বৈত নিতাই সনে প্রভুর মিলন।
দোহেঁ কান্দে ধরি মহাপ্রভুর চরণ।।
কান্দে মহাপ্রভু দুই প্রভু করি কোলে।
ভাসিল সকল অঙ্গ নয়নের জলে।।
শ্রীবাসেরে কোলে করি কান্দেন গৌরাঙ্গ ।
প্রেমজলে ভাসি গেল শ্রীবাসের অঙ্গ।।
মুরারি মুকুন্দ হরিদাস দামোদর।
একে একে মিলিয়া সকল সহচর।।
সভারে লইয়া জগন্নাথ দেখাইল।
গৌরাঙ্গ নিকটে সব মহান্ত রহিল।।
প্রেমদানে পূরিল সভার অভিলাষ।
বঞ্চিত হইল সবে একা প্রেমদাস।।