অদ্বৈত ভবনে বিন বন্দনে
সকল ভকত সঙ্গে।
গৌরাঙ্গ সুন্দর রায় নিত্যানন্দ বাউল তায়
ভোজন করয়ে নানা রঙ্গে।।
তিনদিন রাঢ় দেশে করিলেন উপবাসে
মনে ছিল পরাণ করিব।।
এই অন্ন দিলে মোরে ইহাতে কি পেট ভরে
তোমার ঘরে ভিক্ষা নাহি লব।।
অদ্বৈত বলেন শুন আমি দুঃখী ব্রাহ্মণ
ছাড় তুমি আপন বাউল পণা।
নরোত্তম দাসে গায় হাসে নিত্যানন্দ রায়
তবে এক কৈল বিড়ম্বনা।।