অদয় তুয়া হৃদয় বিহি কুলিশ দিয়া গঢ়ল হে
অতয়ে তুয়া বুঝিয়ে অছু কাজে।
তুয়া বিরহ-সন্নিপাতে ছুটল তছু নাটিকা
অবহুঁ বসি রহসি কোন লাজে।।
ললিতা বিষ পান করি লুটই মহি মণ্ডলে
বিশাখা বিষ-হ্রদে পড়ল ধাই।
চরণ-যুগ মাথে করি রোয়ত তছু সোদরি
ইন্দুরেখি অবনি গড়ি যাই।।
রঙ্গদেবি সুবেদি শির ফোড়ি কর-কঙ্কণে
মুরছি রহু তছু দখিণ বামে।
অপর যত সঙ্গিনিক খোঁজ নাহি পাইয়ে
জননি-গৃহ কুঞ্জ বর-ধামে।।
হে মথুরা-নাথ ধরি হাথ গলে-অম্বরে
যাই কর সবহুঁ জিউ-দানে।
এ তুয়া কর-পরশ মৃত- সঞ্জিবনি জানিয়ে
এতহিঁ চন্দ্রশেখর পরমাণে।।