অধমেরে কর দয়া চৈতন্য গোসাঞি।
তোমা বিনা প্রেমদাতা আর কেহ নাঞি।।
সংসারে রহিল আমি যাব কোথা কারে।
দরিদ্র (স্বভাব) মোর কেবা ছোঁবে মোরে।।
যদি মোরে রূপের করুণা লেশ হয়।
ঘোচয়ে দারিদ্র্য পণা সর্বস্বাদী হয়।।
শ্রীরূপ করুণা সিন্ধু দাতা শিরোমণি।
যাহা মাগোঁ তাহা পাও অমৃতের খনি।।
(সে রত্ন কণা) যদি পড়ে মোর (দ্বারে)।
ভিক্ষা মাগি তবে হাম ফিরোঁ ঘরে ঘরে।।
ভিক্ষায় পূরিব দেহ পরিপূর্ণ হব।
চৈতন্য গোসাঞি পদ দেখিবারে পাব।।
নরোত্তম বলে আমি সংসারের হীন।
এত দুঃখে এত কষ্টে রব কত দিন।।