অধর সুধা মিঠি দূধে ধবরি ডিঠি
মধু সম মধুরিম বানী রে।
অতি অরথিত জে জতনে ন পাইঅ
সবে বিহি তোহি দেল আনি রে।।
জনু রূসহ ভাবিনি ভাব জনাই।
তুঅ গুনে লুবুধল সুপহু অধিক দিনে
পাহুন আএল মধাই।।
জসু গুন ঝখইতে ঝামরি ভেলি হে
রয়নি গমওলহ জাগি বে।
সে নিধি বিধি অনুরাগে মিলন তোহি
কাহ্ন সম পিয়া অনুরাগি রে।।
ভনই বিদ্যাপতি গুনমতি রাখএ
বালভুকে অপরাধ রে।
রাজা সিবসিংঘ রূপ নরাএন
লখিমা দেই অবাধ রে।।