অনতয়ে মাধব অনতয়ে রাই।
ধনী মুখবঙ্কিম তবহুঁ না যাই।।
ঐছন সময়ে হাম মন্দিরে গেল।
হেরি যেন বাজল নিরদয় শেল।।
শুন শুনরে সখি কানুক রীত।
শুনি অবহেলব ঐছে পিরীত।।ধ্রু।।
পিয়া অনুযোগল যৈছন আছ।
রাই পরবোধল উনহিক পাছ।।
দুয় মন জানি সোঁপলুঁ দুয়ে হাথে।
দূর দুরদিন কিয়ে ভেল পরভাতে।।
করজোড় হাসি বিনয় যব কান।
রাই নিশসি উঠে সজলনয়ান।।
রোখল মনমথ তব দিন জানি।
জ্ঞানদাস কহ শুনহ সজনি।।