অনত পথিক জনু জাহে।
দূর দেসান্তর বস মোর নাহে।।
হমে অনুগতি সবে কেরী।
কতয় জায়ব তোঁহে সাঁঝক বেরী।।
নিভরম ঐসন ঠামা।
সবে পরদেসিয়া বসে এহি গামা।।
ভমি ভমি ভম কোটবারে।
পএলঁহু লোথ ন নৃপতি বিচারে।।
হমরা কোন তরঙ্গে।
পুর পরিজন সব হমরে অঙ্গে।।
ভনই বিদ্যাপতি গাবে।।
ভমি ভমি অবলা উকুতি বুঝাবে।।