অনাথ সমান রাই রহিলা পড়িয়া।
নিশ্বাস ছাড়য়ে ঘন হা কৃষ্ণ বলিয়া।।
উচ্চস্বরে কান্দে রাই বিলাপ করিয়া।
কোথা গেলে অহে শ্যাম অনাথ ছাড়িয়া।।
দেখা দিয়া মোর প্রাণ রাখ একবার।
জনমিয়া হেন কভু না করিব আর।।
গোবিন্দদাসেতে বলে শুন বিনোদিনী।
অন্তরে ভাবিয়া দেখ শ্যাম গুণমণি।।