অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত
ঢরকত লোর বিথার।
কিয়ে ঘন করুণ-বরুণালয় সঞ্চরু
অমিয়া বরিখে অনিবার।।
নাচত রে নিতাই বর-চাঁদ।
সিঞ্চই প্রেম-সুধারস জগ-জনে
অদভুত নটন-সুছান্দ।।
পদ-তল-তাল-খলিত মণি-মঞ্জির
চলতহি টলমল অঙ্গ।
মেরু-শিখর কিয়ে তনু অনুপামরে
ঝলমল ভাব-তরঙ্গ।।
রোয়ত হসত চলত গতি-মন্থর
হরি বলি মুরছি বিভোর।
খেণে খেণে গৌর গৌর বলি ধায়ই
আনন্দে গরজত ঘোর।।
পামর পঙ্গু অধম জড় আতুর
দীন অবধি নাহি মান।
অবিরত দুর্ল্লভ প্রেম-রতন ধন
যাচি জগতে করু দান।।
অতিচলনোগ্র প্রেম ধন-বিতরণে
নিখিল-তাপ দুরে গেল।
দিন হিন সবহু মনোরথ পূরল
অবলা উনমত ভেল।।
ঐছন করুণ নয়ন-অবলোকনে
কাহু না রহু দুরদিন।
বলরাম দাস কাহে ভেল বঞ্চিত
দারুণ হৃদয়-কঠিন।।