অনুখণ গৌর প্রেমরসে গর গর
ঢর ঢর লোচনে লোর।
গদগদ ভাষ হাস ক্ষণে রোয়ত
আনন্দে মগন ঘন হরিবোল।।
পহুঁ মোর শ্রীশ্রীনিবাস।
অবিরত রামচন্দ্র পহুঁ বিহরত
সঙ্গে নরোত্তম দাস।।
ব্রজপুরচরিত সতত অনুমোদই
রসিক ভকতগণ পাশ।
ভকতিরতন ধন যাচত জনে জন
পুন কি গৌরপরকাশ।।
ঐছে দয়াল কবহুঁ না হেরিয়ে
ইহ ভুবন চতুর্দ্দশে।
দীনহীন পতিতে পরম পদ দেয়ল
বঞ্চিত যদুনন্দন দাসে।।