অনুখণ হেরিয়ে তোহে আন চিত।
দূর গেও মুরলী আলাপন গীত।।
মরম না কহ কাহে প্রাণসাঙ্গাতি।
তুয়া মুখ হেরি জ্বলত মঝু ছাতি।।
মরকত জিনি যো কলেবর কাঁতি।
সো অব ঝামর কুবলয় ভাঁতি।।
হেরইতে নীরময় লোচন তোর।
কো জানে কৈছে করত হিয়া মোর।।
শুনইত ঐছন কৈছে সহচর বাণী।
ছোড়ি নিশ্বাস উলটায়ল পাণি।।
দূর অবগাহ মরম অভিলাষ।
না বুঝিয়া কহ ঘনশ্যামর দাস।।