অনুখন শ্যাম- দরশ বিনে সুন্দরি
অন্তরে কাতর ভেল।
সূরজ পূজা ছল করি সব সখিগণ
গুরুজন অনুমতি নেল।।
শ্যামবিলাসে চললি ধনি রাই।
সহচরি সঙ্গে রঙ্গে নিজ কুণ্ডহিঁ
আনন্দে মীলল যাই।।ধ্রু।।
দুহুঁ দোহাঁদরশনে আনন্দ উপজল
বহুবিধ কৌতুক কেলি।
সময় জানি সব সখিগণ বন মাহা
কুসুমচয়ন লাগি গেলি।।
রসমই নাগরি নাগর রসময়
মাতল মদনবিলাসে।
নবজলধরে জনু ঝাঁপল শশধর
সুখদ নিকুঞ্জ আবাসে।।
ঘন ঘন চুম্বনে দৃঢ় পরিরম্ভণে
দুহুঁ তনু ভেল অভেদ।
প্রেমদাস কহ মদন মিটায়ল
দুহুঁ মন মনমথ খেদ।।