অন্য অভিলাষ করি জ্ঞান কর্ম পরিহরি
কায়মনে করিহ যতনে।
সাধু সঙ্গে কৃষ্ণসেবা না পূজিহ দেবী দেবা
এই ভক্তি পরম কারণ।।
মহাজন যেই পথ তাহে হব অনুরত
পূর্বাপর করিয়া বিচার।
সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা
কায়মনে করিয়া সুসার।।
অসত সঙ্গতি সদা ত্যাগ কর অন্য গীতা
আর কর্ম পরিহরি দূরে।।
কেবল ভকত সঙ্গে প্রেমভক্তি রঙ্গে
তত্ত্ব কথা কহিল তোমারে।।
যোগী সন্ন্যাসী জ্ঞানী অন্য দেবে পূজ কেনি
ইহলোক দূরে পরিহরি ।
ধর্ম কর্ম দুঃখ সুখ যেবা থাকে অন্য যোগ
ছাড়ি ভজ গিরিবরধারী।।
তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম
সবঁসিদ্ধি গোবিন্দ ভজনে।
সুদৃঢ় হৃদয় করি মদ মাৎসর্য পরিহরি
সদা কর চৈতন্য ভজনে।।
কৃষ্ণ ভক্ত সঙ্গে করি কৃষ্ণ ভক্তি অঙ্গে হেরি
শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন।
অর্চন স্মরণ ধ্যান নববিধি মহাজ্ঞান
এই ভক্তি পরম কারণ।।
হৃদে গোবিন্দের সেবা না পূজিহ দেবীদেবা
এইত অনন্য ভক্তি কথা ।
আর যত উপালম্ব বিশেষে সকলি দম্ভ
দেখিতে লাগএ মনে ব্যথা।।
দেহে বৈসে রিপুগণ যতেক ইন্দ্রিয় জন
কেহো কার বাধ্য নাহি হয়।
শুনিলে না শুনে কানে জানিলে না জানে প্রাণে
দড়াইতে না পারে নিশ্চয়।।
কামক্রোধ লোভ মোহন মদ মাৎসর্য দন্ত সহ
স্থানে স্থানে নিযুক্ত করিব।
আনন্দ করি হৃদয়ে রিপু করি পরাজয়
অনায়াসে গোবিন্দ ভজিব।।
কৃষ্ণসেবা কর্মার্পণে ক্রোধ ভক্ত দ্বেষী জনে
লোভে সাধুসঙ্গে হরি কথা।
মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে
নিযুক্ত করিব যথা তথা।।
অন্য(থা) স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম
ভক্তি পথে সদা দেই ভঙ্গ।
কিবা সে করিতে পারে কামক্রোধ সাধকেরে
যদি হএ সাধু জন সঙ্গ।।
ক্রোধ বা না করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা
লোভ মোহ এ সব কথন।
ছয় রিপু সদাহীন করিহ মনের ধীন
কৃষ্ণচন্দ্রে করিয়া স্মরণ।।
আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব
সিংহনাদে যেন করিগণ।
সকল বিপত্তি যাবে মহানন্দ সুখ পাবে
প্রেমভক্তি পরম কারণ।।
সদত হৃদএ কুটি ছাড় অন্য পরিপাটি
অন্য দেবে না করিহ রতি।
আপন আপন স্থানে পিরিতি সবাই টানে
ভক্তি পথে পড়এ বিগতি।।
আপন ভজন পথ তাহে হবে অনুরত
ইষ্টদেব স্থানে লীলাগান।
নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই
হনুমান তাহাতে প্রমাণ।।
দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ
সাধু সাধু বলে অনুক্ষণি।
যুগল ভজল যারা প্রেমানন্দে ভাসে তারা
ত্রিভুবন তাহার নিছনি।।
পৃথক আয়াস যোগ দুঃখময় বিষ ভোগ
ব্রজবাস গোবিন্দ সেবনে।
(কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম
ভক্তগণ সঙ্গে অনুক্ষণে ।।)
সদা সেব অভিলাষ করি মনে বিশ্বাস
সর্বথা(য়) হইয়া নির্ভয়।
নরোত্তম দাস বলে পড়িনু বিষয় ভোলে
পরিত্রাণ কর মহাশয়।।