অন্য কথা অন্য বেথা নাহি যেন যাঙ তথা
তোমার চরণস্মৃতি সাজে।
অবিরত অবিরল তুয়া গুণে কলকল
গাই সতের সমাঝে।।
অন্যব্রত অন্যদান নাঞি করোঁ বস্তুজ্ঞান
অন্য সেবা অন্য দেব পূজা।
হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি বেড়াঙ আনন্দ করি
মো জনে নহে আর দুজা।
মরণে জীবনে গতি রাধাকৃষ্ণ প্রাণপতি
দুহাঁর পিরিত রস সুখে।
যুগল সঙ্গতি যার মোর প্রাণ গলে হার
এ কথা রহুক মোর বুকে।।
যুগল চরণ সেবা যুগল চরণ ধ্যেবা
যুগলের মনের পিরিতি।
যুগল-কিশোর-রূপ কামরতি গণে ভূপ
মনে রহু ও লীলা কিরিতি।।
দশনেতে তৃণ ধরি হাহা কিশোর কিশোরী
চরণাম্বূজে নিবেদন করি।
ব্রজরাজকুমার শ্যাম বৃকভানুকুমারী নাম
শ্রীরাধিকা মনোহারি।।
কনক কেতকী রাই শ্যাম মরকত তাই
দরপ-দরপ করু চুর।
নটবর শিখরিনী নটিনীর শিরোমণি
দুহুঁ গুণে দুহুঁ মন ঝুর।।
শ্রীমুখ সুন্দর বর হেম নীল কান্তি ধর
ভাব-ভূষণ করু শোভা।
নীল পীত বাসধর গোরি শ্যাম মনোহর
অন্তরের ভাবে দুহুঁ লোভা।।
অভরণ মণিময় প্রতি অতি অঙ্গে ময়
কহে তাহা নরোত্তম দাসে।
নিশি দিশি গুণ গাঙ পরম আনন্দ পাঙ
মনে মোর এই অভিলাষে।।