অন্য কথা না শুনিব অন্য কথা না বলিব
সকলি করিব পরমার্থ।
প্রার্থনা করিব সদা লালসা অভীষ্ট কথা
ইহা বিনু সকলি অনর্থ।।
ঈশ্বরের তত্ত্ব যত তাহা না কহিব কত
অনন্ত অপার কে বা জানে।
ব্রজেশ্বর প্রেম নিত্য এই সে পরম সত্য
ভজ ভজ অনুরাগ মনে।।
গোবিন্দ গোকুলচন্দ্র সত্যরূপ মকরন্দ
পরিবার গোপগোপী সঙ্গে।।
নন্দীশ্বর যাঁর ধাম গিরিধারী যাঁর নাম
সঙ্গে সখি তাঁরে ভজ রঙ্গে।
প্রেমভক্তি তত্ত্ব এই তোমারে কহিল ভাই
আর দুর্বাসনা পরিহর।
শ্রীগুরু প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই
প্রেমভক্তি সখি অনুচর।।
সার্থক ভজন পথ সাধুসঙ্গে অবিরত
স্মরশ-ভজন-কৃষ্ণ কথা।
প্রেমভক্তি হয় যদি তবে হয় মন সিদ্ধি
তবে যায় হৃদয়ের ব্যথা।।
বিষয় বিপত্তি জ্ঞান নিশির স্বপন যেন
নরতনূ ভজনের মূল।
অনুরাগে ভজ সদা প্রেমভাবে লীলাকথা
আর যত হৃদয়ের শূল।।
রাধিকা চরণরেণু ভূষণ করিয়া তনু
অনায়াসে পাবে গিরিধারী।
রাধিকাচরণাশ্রয় কবে হবে মহাশয়
তারে মুঞি যাই বলিহারী।।
জয় জয় রাধা নাম বৃন্দাবন যাঁর ধাম
কৃষ্ণ সুখ বিলাসের নিধি।
হেন রাধা-গুণ-গান না শুনিল মোর কান
বঞ্চিত করিল মোরে বিধি।।
তার ভক্ত-সঙ্গ সদা রসলীলা প্রেম কথা
যে করে সে পায় ঘনশ্যাম।
ইহাতে বিমুখ যেই তার কভু সিদ্ধি নাই
নাহি শুনি যেন তার নাম।।
কৃষ্ণ নামে জ্ঞান পাই রাধিকা চরণ তাই
রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র।
সংক্ষেপে কহিল কথা ঘুচাহ মনের ব্যথা
দুঃখময় অন্য কথা ধন্দ।।
অহঙ্কার অভিমান অসৎসঙ্গ অসৎ জ্ঞান
ছাড়ি ভজ গুরু-পাদ-পদ্ম।
কর আত্ম নিবেদন দেহ গৃহ পরিজন
গুরুবাক্য পরম মহত্ত্ব।।
শ্রীকৃষ্ণ চরণ দেব রতি মতি তাঁরে সেব
প্রেম-কল্পতরু দাতা।
ব্রজরাজ নন্দন রাধিকা হৃদয়-ধন
অপরূপ এই সব কথা।
নবদ্বীপে অবতরি রাধা ভাব অঙ্গে হেরি
তাঁর কান্তি অঙ্গের ভূষণ।
তীর্থ-যাত্রা অভিলা(ষি) শচীগর্ভে পরকাশি
সঙ্গে সব পারিষদগণ।।
গৌরহরি অবতরি প্রেমের বাদল করি
সাধিল মনের সব কাজে।
রাধিকার প্রাণপতি কি ভাবে কান্দেন নিতি
ইহা বুঝ ভক্ত সমাজে।।
গোপেতে রাখিহ রতি সাধন নবধা ভক্তি
প্রার্থনা করিহ দাস্য সদা।
করি হরিসংকীর্তন আনন্দিত মোর মন
ইষ্টদেব বিনু সব বাধা।।
সংসার বাঁটোয়ারে কাম ফাঁসে বান্ধি মারে
ফুরুৎকার কর হরিদাসা।
করিহ ভক্তসঙ্গ প্রেমকথা নানারঙ্গ
ভাবহ এ বিপদ বিনাশা।।
স্ত্রী-পুত্র বালক যত মরি যাইছে শত শত
আপনাকে হয় সাবধান।
মুঞি সে বিষয়-হত না ভজিনু হরিপদ
মোর আর নাহি পরিত্রাণ।।
রামচন্দ্র কবিরাজ সেইসঙ্গে মোর কাজ
তাঁর সঙ্গ বিনু সব শূন্য।
যদি হয় জন্ম পুন তাঁর সঙ্গ পাই যেন
নরোত্তম তবে হয় ধন্য।।
আপন ভজন কথা না কহিবে যথা তথা
ইহাতে হইবে সাবধান।
না করিহ কেহ রোষ না লইহ মোর দোষ
প্রণমহ ভক্তের চরণে।।
গৌরাঙ্গ বোলান যেই বাণী।
তাহা বই ভালমন্দ কিছুই না জানি।।
লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস।
প্রেমভক্তিচন্দ্রিকা কহে নরোত্তম দাস।।