অপযশ লাগিয়া তুহুঁ অতি চিন্তিত
চিন্তা অব নাহি করই।
সো ঘর বাহির অব নাহি হোয়ত
ক্ষিতি-তলে নিজতনু ধরই।।
নয়নক লোর লেশ নাহি আওত
ধারা অব নাহি জানত
বিরহক তাপ অবহুঁ নাহি জানত
অনিমিখ লোচনে রহই।।
ললিতা বদনে বদনহি দেওত
শ্রুতি-মূলে তুয়া নাম কহই।
শ্বাসক লেশ লেশ পর গীরত
ইথে বুঝি জীবন রহই।।
তুহুঁ অতি মন্থর চলবি দূরন্তর
সো অতি দূবরি টলই।
রাধামোহন বচন অব মানহ
তোড়হ বিরহ জ্বালা চলই।।