অপরূপ গৌরাঙ্গের লীলা।
সুরধুনী-সিনানে চলিলা।।
রাধিকার ভাব হইল মনে।
ঘন চাহে কাল জল পানে।।
নিজ প্রতিবিম্ব দেখি জলে।
কোপিত অন্তরে কিছু বলে।।
ঢীট নাগর শ্যাম রায়।
আন জন সহিতে খেলায়।।
কোপ করি চলে নিজ বাসে।
কহে কিছু হরিরাম দাসে।।