অপরূপ তুয়া মুরলি ধ্বনি।
লালসা বাড়ল শবদ শুনি।।
কিরূপে এরূপ দেখিয়া সেহ।
উদবেগে ধনি না ধরে দেহ।।
জাগিয়া জাগিয়া হইল খীন।
অসিত চান্দের উদয় দিন।।
জড়িত হৃদয় ঝরয়ে স্বেদ।
অতি বেয়াকুল করেয় খেদ।।
পাণ্ডুর বরণ বিয়াধি-বাধা।
মুরছি নিশ্বাস হরল রাধা।।
অব যদি তুহুঁ মিলহ তায়।
গোকুল-মঙ্গল সভাই গায়।।
জ্ঞানদাস কহে শুনহে শ্যাম।
জীবন-ঔখদ তোহারি নাম।।