অপরূপ বরণ গো রূপ দেখ যমুনায়।
দেখ যমুনায় এগো সখি দেখ যমুনায়।
নবীন যুবতী নারী জল আনিতে যায়।।
কুল মান যৈবন দিয়া রূপ নিহারী চায় এগো সখি।
কাজল বরণ দুইটি আংখি যার পানে চায়।।
যুবতি রমণীর মন কাড়ি লইয়া যায় এগো সখি।
কদম তলে আংখি ঠারি ডাকে শ্যামরায়।।
আবুল হুছন বলে গুরু ইসারায় এগো সখি দেখ যমুনায়।