অবশেষে ইন্দুরেখি ধীরে ধীরে যাই
রাই নিয়ড়ে উপনীত।
কি কহব কহিতে বচন না ফুরই
রহু জনু ভীত চকিত।।
শ্রীরাধে চাহ হাস খেলিয়ে বয়ান।
মান রতন লেই পর মহা বিরমহ
নাহ তুয়া করল পয়ান।।
শুন সব সহচরি ললিতাদি করি
গলহি অম্বর ধরি সাধে।
কত কত লাখ লাখ বচনে সব সাধিল
তবহু সদয় নহি রাধে।।
নীরব সখিগণ বাক রোধ ভেল
নাগর গনল নৈরাশ।
সো পথে রোই রোই চলল বর নাগর
দেখত গোবিন্দদাস।।