অবহু সখিগণ বুঝি কহতহি
শুন বর গোপ-গোঞারি।
মান ভরমে কাহে চাঁদে উপেখলি
না শুনি বাত হামারি ।।
মানিনি কাহে উপেখসি কান।
অব কাহে তছু লাগি ফুলি ফুলি রোদসি
কো জানে কৈছন মান।।
তসরিয়া কীট আপন গ্রহ পাতিয়ে
যৈছনে মরতহি সোই।
তৈছন মান তুহারি ভেল সুন্দরি
সুধি বোধি সব খোই।।
নিরসল মান মান হৃদয়ে ধরি
কাহু কয়লি অছু কাজ
গোবিন্দদাস কহে ও বহুবল্লভ
দুল্ল ভ বরজ সমাজ।।