অভিনব-কুট্ণ‌ল- গুচছ সমুজ্জ্বল-
কুঞ্চিত-কুন্তল-ভার।
প্রণয়ি-জনেরিত- বন্দন-সহকৃত-
চূর্ণিত-বর-ঘন-সার।।
জয় জয় সুন্দর নন্দ-কুমার।
সৌরভ-সঙ্কট- বৃন্দাবন-তট-
বিহিত-বসন্ত বিহার।।ধ্রু।।
অধর-বিরাজিত- মন্দতর-স্মিত-
রোচিত-নিজ-পরিবার।
চটুল-দৃগঞ্চল- রচিত-রসোচ্ছল-
রাধা-মদন-বিকার।।
নিজ বল্লব-জন- সুহৃৎ সনাতন
গতি-বল্গিত-মণিহার।
ভুবন-বিমোহন মঞ্জুল-নর্ত্তন-
চিত্ত-বিহরদবতার।।