অভিনব রঙ্গিনি সঙ্গে বিনোদিনী
ঝুলত নটবর রায়।
কনকে রচিত মণি মরকত
সুখদ সেজ ঝোলনায়।।
ধনি মুখ শরদ সুধাকর
নিরমল নাগর নয়ন-চকোর।
ঐ পুন নিরখি নিরখি বর সুন্দর
আনন্দে তনু মন ভোর।।
শীতল চন্দন দুহু অঙ্গে লেপল
দুহু গলে শোভে ফুল মাল।
সৌরভে উনমত সঙ্গহি ফিরত
গুঞ্জত মধুপ রসাল।।
কোই কুলবতি অতি কৌশলমতি
ধরি তহি ঝুলন ডোর।
আবেশে সুমধুর মধুর ঝোলায়ত
রসময় নন্দ কিশোর।।
কোই সুনায়রি সুমধুর গায়ত
কোই বাজায়ত যন্ত্র।
বিদগধ রঙ্গিনি প্রেমতরঙ্গিণী
বিরচহ রসগর তন্ত্র।।
নীল শ্বেত কুসুম জাতি যূথি মল্লিকা
কোই বরিখে দোঁহ গায়।
আনন্দ নিমগন শিখী কর নর্ত্তন
কোই কোই পঞ্চম গায়।।
দুহুঁ রূপ নিরখি হরখি সব সখিগণ
দিন রজনী নাহি জান।
ভুলল সবহু তরুণি মন
ঐছন গোবিন্দদাস রস গান।।