অম্বর বিঘটু অকামিক কামিনি
করে কুচ ঝাঁপু সুছন্দা।
কনক-সম্ভূ সম অনুপম সুন্দর
দুই পঙ্কজ দস চন্দা।।
আড় বদন কএ মধুর হাস দএ
সুন্দরি রহু সির লাই।
অওঁধা কমল কান্তি নহি পূরএ
হেরইত জুগ বহি জাই।।
কত রূপ কহব বুঝাই ।
মন মোর চঞ্চল লোচন বিকলে
ও ও অনইতে জাই।।
ভনই বিদ্যাপতি সুন বর জউবতি
পুহবী নব পচবানে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমা দেই রমানে।।

ক্ষণদা গীতচিন্তামণির পাঠ নিম্নে দিলাম,— ইহা হইতে বিদ্যাপতির পদ বাঙ্গালা দেশে কিভাবে রূপান্তরিত হইয়াছে তাহার পরিচয় পাওয়া যাইবে।
সহজই আনন সুন্দর রে
ভাঙ-সুরেখলি আখি।
পঙ্কজ মধুকর পিবি মধুরে
উড়ায়ে পসারল পাখি।।
আজু পেখনু ধনী যাইতে রে
রূপে রহল মন লাই।
কোটি সুধাকর বদন মণ্ডল
আঁখি তিরপিত নারি পাই।
অতএ ধাওল মোরি লোচন রে
যহি যহি গেলি বরনারী।
আশালুবধ নাহি তেজই রে
কৃপাণকো পারে ভিখারি।
অতএ রহল মন মো রহু রে
কনয়া কুচ গিরি সান্ধি।
কে অপরাধে মনোভব রে
জোরি রাখল মন বান্ধি।।