অরে শ্যাম গেলা কোন্‌দেশ, কোন্‌ দেশে গেলা শ্যাম নাপাই উদ্দেশ। ধু
পিয়া মোরে বিছোড়ল তিলে যুগ জানি, পিয়া বিনে হই গো পনি।
আকাশের চন্দ্র প্রিয়া কিবা শিরোমণি, আসিবা আসিবা করি গোঁয়াইলাম রজনী।
মুহম্মদ হাসিমে কহে নিরবধি হিয়া দহে, মুখে না আসে বাণী গুরুজনের ভয়ে।