অলপ বয়স মোর শ্যামরসে জর জর
না জানি কি হয় পরিণামে।
যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি
নয়ন মেলিয়া দেখি শ্যামে।।
যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে
চরণে চরণ ঠেকাইয়ে।
ভ্রমতে ফিরাই আঁখি সঙ্গে কেহ নাহি দেখি
মরে থাকি মন মুরছিয়ে।।
কহি গো তোমাদের আগে বড় দাগা শ্যাম দাগে
এ ছার জীবনে নাহি দায়।
দেই তুলসী তিল এ দেহ সমর্পিলুঁ
জনমের মত রাঙ্গা পায়।।
যোগিনী হইয়া যাব দুকানে কুণ্ডল নিব
এই ছার গৃহ পরিহরি।
কৃষ্ণ নাম লব মুখে জনম গোঁয়াব সুখে
যদু কহে এই বাঞ্ছা করি।।