অলসহি নাগরী কুসুমশেজ পরি
শূতলি নাগর-কোর।
কিয়ে রতিপতি-তূণ ভেল বাণশূন
কিয়ে হেরি রহল বিভোর।।
দেখ দুহুঁ নিন্দক রঙ্গ।
কনক লতায়ে তমাল জনু বেঢ়ল
চাঁদ সুরজ এক সঙ্গ।।
বয়নহিঁ বয়ন ভুজহিঁ ভুজবন্ধন
চরণহি চরণ বেয়াপি।
তরিতহিঁ জড়িত যৈছে নবজলধর
শশিকর তিমিরহিঁ ঝাঁপি।।
কনক মেরুযুগ নীল জলধিজলে
ডুবল হেন অনুমানি।
ঐছন অপরূব কো করু অনুভব
কহ কবিশেখর জানি।।