অহে নাথ আর মোর না দেখি উপায়।
যাউক জঞ্জাল মরি তোমার বালাই লইয়া
মনে সাধ আর নাহি ভায়।।ধ্রু।।
যে তুমি পরাণধন মলিন নয়ন মন
এ বড়ই বিষম বিষাদ।
পরাণ ঝুরিয়া কান্দে হিয়া থির নাহি বান্ধে
কারে ঘটে হেন পরমাদ।।
গৃহে গুরুগঞ্জন কত নিন্দে বন্ধুজন
তাহা মনে পরশ না হোয়।
কে আপন কেবা ভিন না বুঝিয়ে দোষগুণ
এ দুখদহনে দহে মোয়।।
তুয়া সুখে সুখী হই এ সকল দুখ সই
কি করিবে অপযশকাজ।
রায় বসন্ত ভণ চাঁদের কলঙ্ক যেন
অপযশ গোকুলসমাজ।।