অহে নাথ করি পরিহার।
সখিগণ ইঙ্গিতে গমন বিচার।।
বিশেষে অবশ নিশি বোধ না মান।
কুলিশ অরুণ তার হৃদয় পাষাণ।।
বিধি কুলবতি করি কৈল নিরমাণ।
ধিক ধিক পরবশ রমণি পরাণ।।
হাসি অনুমতি দেহ চাহিয়া আমারে।
বিরস বদন নহ কহিল তোমারে।।
ওহে সুপুরুখবর চতুর সুজান।
রায় বসন্ত কহ রাখ কুলমান।।