অহে নাথ মো বড় পাতকী দুরাচার।
তোমার সে শ্রীচরণ না করিলুঁ আরাধন
বৃথা দেহ বহি ফিরি ভার।।
দারুণ বিষয়কীট হইলুঁ পাইয়া মীঠ
বিষ হেন জ্ঞান নাহি হয়।
তোমার ভকত সঙ্গে তব নামামৃত-রঙ্গে
হত চিত তাহে না ডুবয়।।
তুমি সে করুণাসিন্ধু জগত-জীবন-বন্ধু
নিজ কৃপা বলে যদি লেহ।
পতিতপাবন নাম ঘোষণা রহিবে শ্যাম
জগতে করিবে এই থেহ।।
এই কৃপা কর প্রভু তুয়া ভক্ত সঙ্গ কভূ
না ছাড়িয়ে জীবন মরণে।
তব লীলা-গান-গুণে ডুবুক আমার মনে
গোপীকান্ত করে নিবেদনে।।