অহে বন্ধু আর কি বলিব তোরে।
আপন খাইয়া পিরিতি করিলুঁ
রহিতে নারিলুঁ ঘরে।।
কাম-সাগরে কামনা করিয়া
সাধিব মনের সাধা।
আপনি হইব নন্দের নন্দন
তোমারে করিব রাধা।।
পিরিতি করিয়া ছাড়িয়া যাইব
রহিব মথুরা-পুরে।
(আমার বিচ্ছেদে তাপিনী হইয়া
রহিতে নারিবা ঘরে।।
নতুবা যাইব যমুনার জলে
রহিব কদম্বতলে।)
ত্রিভঙ্গ হইয়া মূরলী পূরিব
যখন যাইবা জলে।।
মুরছা হইয়া পড়িয়া রহিবা
সহজে কুলের বালা।।
জ্ঞানদাস বোলে যে বোল সে হয়
পিরিতি বিষম জ্বালা।।