অহে শ্যাম তু বড়ি সুজন জানি।
কি গুণে বাঢ়াইলা কি দোষে ছাড়াইলা
নবীন পিরীতিখানি।।
তোমার পিরীতি আদর আরতি
আর কি এমন হবে।
মোর মনে ছিল এ সুখ সম্পদ
জনম অবধি রবে।।
ভাল হৈল কান দিলা সমাধান
বুঝিলুঁ তোমার কাজে।
মুঞি অভাগিনী পাছু নাহি গণি
ভুবন ভরিল লাজে।।
যখন আমার ছিল শুভ দিন
তখন বাসিতা ভাল।
এখন এ সাধে না পাই দেখিতে
কান্দিতে জনম গেল।।
কহয়ে শেখর বন্ধুর পিরীতি
কহিতে পরাণ ফাটে।
শঙ্খবণিকের করাত যেমন
আসিতে যাইতে কাটে।।