আঁচরে মুখশশি গোই ঘন রোয়সি
কহইতে কহন না ফুর।
সো গিরিবরধর আনত চলল যব
তছু মিলন বহু দূর।।
সখি হে কো ঐছন মতি দেল।
সো কাতর অতি তাহে তুহুঁ বিরকতি
অতয়ে বিমুখ ভৈ গেল।।
নিজগণ-বচন শ্রবণে নহি শূনলি
না বুঝি কয়লি তুহুঁ রোখে।
সো পরতেখ সাখি মোহে মিলল
অতয়ে পাওসি এত দুখে।।
সো বহু-বল্লভ জগজন-দুর্লভ
তেজলি নিজ মন-সাধে।
জ্ঞানদাস কহ সখি তুহুঁ বিরমহ
কাহে বাঢ়ায়সি খেদে।।