আইল না মোর শ্যামকালা সয়না প্রাণে প্রেমের জ্বালা। ধু
শ্যামকালার পিরিতের কারণ গলে দিলাম মোহনমালা।।
যে মতে পিঞ্জিরার পাখী ছটফটি করিতে থাকি।
মনে লয় হৃদয়ে রাখি করিব প্রেমেরই খেলা।।
পাগলিনীর বেশে যাব কোথায় গেলে তারে পাব।
পাইলে দিলের সাধ মিটাব যার মনে চাইব যেলা।।
ছাবাল আকবর আলী বলে, বুক ভাইসে যায় নয়ন জলে।
জাত মারিয়ে মাথায় তুইলে, লইয়াছি কলঙ্কের ডালা।।