আইল বন্ধু কালাচান্দ ডাকি আমি তরে।
অভাগি নির্লজ্জা হইয়া বসিয়াছি দুয়ারে।
তুমিত জগত পতি জগ মোহিনী, আমি ত অভাগি নারী কলঙ্ক দুঃখিনী।
রূপেতে ঝলমল করে হৃদে দেখি মোর।
তোর প্রেমে হিয়া মোর হইল জ্বর জ্বর।
আসবে বলি প্রাণ নাথ উদাসিনী প্রায়,
নিশা ভাগে চাইয়া আমি বসি তর দায়। নিশি তো গইয়া যায় অহে শ্যাম রায়।।
যুবতী রহিমু কেমনে কি করি উপায়।
আসবে আসবে প্রাণনাথ রাত্রি যায় গইয়া।
রাত্রি শেষে আইলায় না তুমি অনাথিনী জানিয়া।
শিতালং ফকিরে কহে বন্ধের রূপ হেরি।
কালাচাঁদ বিহনে আমি হইলাম দেশান্তরী।