আইস আইস কমলিনী বৈস মোর কাছে।
উছটে ঠেকিয়া পদনখ যাবে পাছে।।
পসরা তুলিয়া আইস বৈস তরুমূলে।
চলিতে বেদনা পাবে চরণ কমলে।।
চন্দ্রাননে বিগলিত বিন্দুবিন্দু ঘাম।
অধিক শোভিত তাহে মুকুতার দাম।।
ঘামে নট হৈল গৌরী সুন্দর কাজলে।
শীতল তরুর ছায় বৈস মোর কোলে।।
অতি খীনা কমলিনী সোনার বরণ।
রবি তাপে মিলাইবে এমন যৌবন।
খঞ্জন গঞ্জন আঁখি অঞ্জন রঞ্জিত।
স্বর্ণমৃগ বলি ব্যাধ বিন্ধিবে নিশ্চিত।।
দেখিয়া অধর মুখ নলিনী মেলানি।
কমলের ভাবে অলি দংশিবে এখনি।।
শীতল তরুর ছায় বৈস একবার।
সকল কিনিয়া নিব তোমার পসার।।