আইস বৈস তরুমূলে শশিমুখি রাই।
তোমার বদনশোভার বলিহারি যাই।।
ঢর ঢর কষিল কাঞ্চনতনু গোরি।
ধরণী পড়িয়ে নবযৌবন হিলোরি।।
বদন শরদ সুধানিধি অকলঙ্ক।
মনমথ মথন অলপ দিঠি বঙ্ক।।
আলো রাই কি বলিব আর।
ভুবনে দিবার নাহি তুলনা তোমার।।ধ্রু।।
কুটিল কুন্তল বেঢ়ি কুসুমের জাদ।
সুরঙ্গ সিন্দুর সিঁথে বড় পরমাদ।।
উন্নত উরোজ কিবা কনকমহেশ।
মুঠিতে ধরিয়ে তব খিণ মাঝদেশ।।
উলটকদলী ঊরু গুরুয়া নিতম্ব।
জ্ঞানদাসের পহু জীয়ে ওই অবলম্ব।।