আওরি সহচরী চাতুরিসিন্ধু।
তাহা আওলী যাহা গোকুলইন্দু।।
পুছইতে বাত বদনে ধরু চীর।
মিলিত নয়নে নিঝরে ঝরু নীর।।
পুন পুছইতে বলে গদগদ বোল।
মাধব বান্ধল হিয়ে উতরোল।।
কি পুছসি গোকুলজীবন নাহ।
প্রেমহুতাশন কুণ্ডকো মাহ।।
সো সুকুমারীকো প্রাণপতঙ্গ।
আহুতি দেওত নৃপতি অনঙ্গ।।
কহে হরিবল্লভ শুন শুন কান।
সব সখীগণ মিলি তেজব পরাণ।।