আওব কানু শুনই ধনি বিরহিণি
হোয়ল দুখ অবসান।
কিশলয় শেজে রজনি অবসানহি
ঘুমহি মুদল নয়ান।।
হেরত স্বপনে সোই ব্রজবল্লভ
আওল গোকুলপুর।
ধাওল ব্রজজন আনন্দ নিমগন
জয় জয় মঙ্গল পুর।।
যশোমতি ধাই কোর পর লেওল
চুম্বয়ে ও মুখচান্দে।
ব্রজরমণীগণ করয়ে নিরীক্ষণ
আনন্দে হিয়া নাহি বান্ধে।।
ঐছন হেরইতে স্বপন ভঙ্গ ভেল
আওব ভেল আশোয়াস।
রজনিপ্রভাতে কহয়ে সব সখিগণে
কহ পুরুষোত্তম দাস।।