আওল আঘণ মাহ নিবারণ
কোন করব সে নিতান্ত।
সব বিরহিনি-জন দেহ-বিঘাতন
যাহে ঘন শীত কৃতান্ত।।
(শুন) সহচরি এবে ভেল মরণ বিশেষ।
পুনরপি গৌর-কিশোর চিতে হোয়ত
ভরসা দুখ অবশেষ।।ধ্রু।।
নিজ সহচরিগণ আওত নাহি পুন
কারো মুখে না শুনিয়ে বাত।
তব কাহে ধৈরজ মানব অন্তর
অতয়ে মরণ অবঘাত।।
যদি পুন সপনে গৌর-মুখ-পঙ্কজ
হেরিয়ে দৈব-বিধান।
তবহি সফল করি মানিয়ে নিশি দিন
আধতিল ধৈরজ মান।।