আওল আশ্বিন বিকশিত সব দিন
থল-জল-পঙ্কজ ভাল।
মুকুলিত মল্লি কুসুম ভরে পরিমলে
গন্ধিত শারদ কাল।।
সজনী কত চিত ধৈরজ হোই।
কোমল শশিকর-নিকর সেবন পর
যামিনি রিপু সম মোই।।ধ্রু।।
সো শচিনন্দন করুণা-পরায়ণ
যা পর নিরদয় ভেল।
তাকর সুখময় সময় বিপদময়
লাগয়ে যৈছন শেল।।
ঘুম-হিন লোচন বারি ঝরত ঘন
জনু জলধর বহ ধার।
ক্ষিতি পর সোই রোয়ে দিন যামিনি
কো দুখ করব নিবার।।