* * * আগল শ্রম অতিভরে
বিকল হইল প্রাণ।।
রাস-জাগরণে অলস সঘনে
আঁখি ঢুলু ঢুলু করে।
আর আমি মেনে চলিতে না পারি
শুনহ নাগর রে।।
তবে সে যাইতে পারি এ কাননে
যদি কাঁধে করি লহ।
তবে সে যাইতে পারি বনভিতে
আগে এ কবুল কহ।।
হাসি কহে কিছু রসময় কান
ইহার এমন রীত।
রাধার যেমত দশা উপজল
তেমতি ইহার চিত।।
ভাল ভাল বলি কহে বনমালী
তোমারে লইব কাঁধে।
বড় নহে এই তার পরিণাম
কহিলা শ্যামর চাঁদে।।
সরস বচন পেয়ে সেই গোপী
উঠিয়া বসন বাঁধে।
হের আসি কহে আর কিবা মোহে
মোরে আসি লহ কাঁধে।।
সুঘর শেখর জানিল অন্তর
ইহার এমন দশা।
মদ অহঙ্কার হইল ইহার
পাওল বিষম দিশা।।
হাসি গুণমণি কহে এক বাণী
তুমি কি চড়িবে কাঁধে।
চণ্ডীদাস কয় বিপাক পড়িল
সে গোপী পড়ল ধন্ধে।।