আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া
কত নিবারিব মন।
গরল তখিব আপনি মরিব
নতুবা লউক শমন।।
সই,জ্বালহ আনল চিতা।
সীমন্তিনী আনিয়া কেশ বাঁধিয়া
সিন্দুর দেহ যে সীঁথা।।
তনু তেয়াগিয়া সতী যে হইব
সাধিব মনের যত।
মরিলে সে পতি আসিবে সংহতি
আমারে সেবিবে কত।।
তখনি জানিবে বিরহ-বেদন
পরের লাগয়ে যত।
তাপিত হইলে তাপ সে জানয়ে
তাপ হয় যে কত।।
বিনা যে বেদনে না জানে চেতনে
দরদের দরদী নয়।
পর দরদের দরদ জানিবে
সেই সে সুজন হয়।।
আপনি মরে কি করে পরে
সোদর নহে বা কেনে।
কাহার কারণ কে সহে মরণ
চণ্ডীদাস বলে মেনে ।।