আগে আছে আর আর কহি শুন
তিনের কাছেতে তিন।
তিন তিন ভরি তিন তিন ভাবি
তিন তিন ভেল তিন।।
তিন গুণ করে তিনের সমূহ
তিন তিন করি আছি।
তিন তিন তিন আনিঞা জতন
সেই সে ভাবিয়াছি।।
তিন তিন ভয় তিন তিন লয়
তিন তিন জবে ভেলি।
তিন তিন তিন তিন সে আখর
তিন ভেল পর মেলি।।
তিন তিন আসি হয় পরকাসি
এ তিন তিনহি নয়।
তিন গুণ জার হৃদয় উপর
তার গুণ অতিশয়।।
কালার এ গুণ গুণের সাইতে
তার সে জে রহে সারা ।
কালার কোটেক তাহার পুটেক
ঐছন তাহার ধারা।।
আট নয় ছয় রাম রাম করি
এ কুল আখর সাধে।
তাহে গুণাগুণ তিন রস পরি
তাহে গুণ করি বাধে।।
সে গুণে বান্ধল তিন তিন করি
তিন করি ছোড়ল পাশ।
তিন তিন তিন তাহে ভেল চিত
তাহাতে আছয়ে আশ।।
তেঞি সে এ জিউ আছিয়ে ধরিয়া
এই সে আশের আশ।
চরণে পড়িয়া * * *
* * *।।