আগে কে জানে গো এমন হবে। গৌর প্রেম করে আমার কুল-মান যাবে।।
ছিলাম কুলের কুলবালা প্রেম ফাঁসের ফাঁসে বাঁধলো গলা,
টানলে তো আর না যায় খোলা, বল্লে কে বোঝে।।
যা হবার তাই হল আমার, সে সব কথায় কি ফল আমার,
জল খেয়ে জাতের বিচার করলে কি হবে।।
এখন আমি এই বর চাই যাতে মজলাম তাই যেন পাই
লালন বলে, কুল বালাই গেল যাক ভবে।।