আগো, রাধার কি হৈল অন্তরে ব্যথা।
বসিয়া বিরলে থাকয়ে একলে
না শুনে কাহারো কথা।।
সদাই ধেয়ানে চাহে মেঘপানে
না চলে নয়ান-তারা।।
বিরক্তি আচরে রাঙ্গা বাস পরে
মহা যোগিনীর পারা।।
আউলাইয়া বেণী খুলয়ে গাঁথনি
দেখয়ে আপন চুলি।
হসিত বদনে চাহে মেঘপানে
কি কহে দুহাত তুলি।।
এক দিঠ করি ময়ূর-ময়ূরী
কণ্ঠ করে নিরীক্ষণে ।
চণ্ডীদাসে কয় নব পরিচয়
কালিয়া বন্ধুর সনে।।