আজগবি বৈরাগ্য-লীলা দেখতে পাই।
হাত বানান চুল দাড়ি জট কোন ভাবুকের ভাব রে ভাই।।
যাত্রার দলেতে দেখি বেশ করিয়ে হয় রে যোগী,
ঠিক যেন সে জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নয়।।
ফকীর-বৈষ্ণরের তরে ভক্তিকে র্ভৎসনা করে,
নইলে কেন বেহাল পরে বোল্‌লে কিছু শুনতে পাই।।
না জানি এই কলির শেষে আর কত রং উঠবে দেশে,
লালন ভেঁড়ের দিন গিয়েছে যে বাঁচ সে দেখবে ভাই।।