আজি কেনে তোমা এমন দেখি।
সঘনে ঢুকিছে অরূণ আঁখি।।
অঙ্গ মোড়া দিয়া কহিছ কথা।
না জানি অন্তরে কি ভেল বেথা।।
কিবা বা মনেতে লাগিয়াছে।
দিঠি দিয়া কেবা দেখিয়াছে।।
বসন ভূষণ না রহে গায়।
রসের অঙ্কুর উপজে তার।।
যদি বা না কহ লোকের লাজে।
মরমী জনার মরমে বাজে।।
আঁচরে কাঞ্চন ঝলকে দেখি।
প্রেম কলেবর দিতেছে সাখী।।
তার ভাবে যদি এমন জান।
জ্ঞান কহে তবে কেন না মান।।